রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ইমানের মজবুতি করার জন্য

বাল্যকালে আমাদের নবী মুহাম্মাদ (সঃ) বকরী চরাইতেন।রখালেরা পালা ক্রবে নাচ গান দেক তে সহরে যেত যেদিন আমাদের নবি(স) এর পালা সিল সেদিন তিনি সহরে আসিয়া মনেমনে ভাবিলেন নাচ বাদ্দ অ রঙ্গ তামাসা দেখিয়া কি লাভ তার থেকে তিনি আরামে নিল্রা করিলেন নাচ বাদ্য আসব কি লাভ আসে কন ।
আর এটাই আজ আমাদের ইমান দংসের মুল মাধ্যম (আসুন আসব থেকে বিরত থাকি আখিরাত কে মনে করি ।

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

আল-কুরআনঃবাংলাঅনুবাদ


১মঃপারা
সুরা ফাতিহাহ
মাক্কি
"আল্লাহ্‌র নাম নিয়ে সুরু করসি জিনি রহমান"
১//সমস্ত প্রসংসা মহান আল্লাহ্‌র জন্য যিনি শিষ্ট জগতের রব।
২//রহমান ও রহিম
৩//বিচার কালের মালিক
৪//তমারই আমরা ইবাদত করি এবং তমার কাছেই আমরা সাহায্য ভিক্ষা করি।
৫//আমাদের তুমি সহজ ও সঠিক পথে পরিচালিত কর।
৬//তাদের পথে জাদের তুমি নিয়ামত আরপরপন করেছ।
৭//তাদের বাতিত জাদের তুমি গজব নাজিল করেছ ও পথ ভ্রষ্ট।
"হে আল্লাহ্‌ আমাকে তুমি কবুল কর আমার এ মনাজাতকে"

সোমবার, ২ এপ্রিল, ২০১২

আমলে আজিফা

যদি কেহ ফজর ও মাগরিবের নামাযের পর ৭বার এই দুয়া আমল করিবে তাহলে সে দজখের আগুন হইতে মুক্তি পাইবে।(আল্লাহুম্মা আজিরনি মিনান্নার)

কতিপয় বড় বড় গনাহ

খোদার সঙ্গে আপর কাহকে শরিক করা ।আনআর্থ কাহকে খুন করা।বন্ধ্যা নারির এমন টোটকা করা যে, অমকের সন্তান মরিয়া যাইবে এবং তাহার সন্তান পয়দা হইবে।এহাও খুনের শামিল।মা ,বাপ কে কষ্ট দেয়া।জিনা করা।এতিমের  মালখাওয়া, যেমন অনেক স্ত্রী লোক স্বামীর মরার পরে সমস্ত সম্পত্তির অধিকারিনি হয়ে
বসে এবং নাবালেগ ছেলেমেয়েদের হক না দেওয়া।সামান্য কারণেই কোন স্ত্রী লোকের ওপর জিনার অপবাদ দেওয়া।



প্রতিজ্ঞা পালন

নবুওত প্রাপ্তির পূর্বে নবি করিম (সঃ) বাবশা করিতেন । একদা কন আক বেক্তি তাহাকে প্রতিসুতি দিয়া চলিয়া গেলো আপনি আখানে দারান আমি টাকা নিয়া আসিতেসি ।আই বলিয়া লক তি চলিয়া গেলো ,তিনি আর ফিরে আসেনাই  রাসুল (সঃ) তিনদিন তার জন্য অপেক্ষা করিয়া রইল চতুরথ দিন সে আসলো কিন্তু রাসুল (সঃ) তার প্রতি কোন আসক্তি সিল না সুদু এই বলল যে আমি ওয়াদা বদ্দ তাই তিনদিন জাবত বসিয়া আসি।

রবিবার, ১ এপ্রিল, ২০১২

নিউজিল্যান্ডের সরকার নাকি ঐ দেশের মুসলিম মহিলাদের পর্দা প্রথা উঠিয়ে দিতে চাচ্ছে।

ঐ দিন এক ব্লগে দেখলাম যে নিউজিল্যান্ডের সরকার নাকি ঐ দেশের মুসলিম মহিলাদের পর্দা প্রথা উঠিয়ে দিতে চাচ্ছে। তাই প্রযুক্তির এই যুগে তারা উক্ত আইনের পক্ষে-বিপক্ষে ইন্টারনেটের মাধ্যমে Yahoo তে পরিসংখ্যান চালাচ্ছে। তাই আমার মনে হয় নিউজিল্যান্ডের মা-বোনদের সাহায্য করা আমাদের এখন অন্যতম ধর্মীয় নৈতিক দায়িত্ব হিসেবে দাড়িয়েছে।

ভাই এখানেতো আপনাকে টাকা-পয়সা দিয়ে সাহায্য করতে হবে না। শুধু মাত্র একটি ক্লিক এর মাধ্যমেই আপনি রক্ষা করার চেষ্টা করতে পারেন নিউজিল্যান্ডে সকল মুসলিম মা-বোনদের পর্দা। একবার ভেবে দেখুন আপনার-আমার ভোটে যদি ঐ দেশে মা-বোনদের পর্দা নিশ্চিত হয়ে যায়, তাহলে কেয়ামত পর্যন্ত নিউজিল্যান্ডের যত মুসলিম নারীরা পর্দা ব্যবহার করবেন, তার সমপরিমান সওয়াব আপনার-আমার আমলনামায় লিখা হবে(সুবহানআল্লাহ)।-তায়ালাকে রাজিখুশি করানোর উদ্দেশ্যে নিউজিল্যান্ডের মা-বোনদের পর্দা রক্ষার্থে ভোট দেওয়ার জন্য নিচের লিংকে গিয়ে NO তে ক্লিক করুন, এবং আমাদের মুসলিম বোনদের পর্দা রক্ষায় সহযোগিতাকরুন, আল্লাহ আমাদের উত্তম বিনিময় দান করুন। আমিন।

ক্লিক করার আগে আরেক বার মনে করিয়ে দিচ্ছি- ক্লিক করার পর যে পেজ আসবে তাতে দুটি অপশন থাকবে সেখান থেকে No তে ক্লিক করে Submit করবেন।
link click here
আর বেশী থেকে বেশী এই পোষ্ট এবং লিংক শেয়ার করে সকলকে জানিয়ে দিন।

ইনশাআল্লাহ মহান আল্লাহ জালাশানুহ আপনাকে-আমাকে তথা সর্বপরি সবাইকে এই ভোটের জন্য উপযুক্ত প্রতিদান দিবেন।আমিন।

আপনি কি জানেন রাসুল (সঃ) এর সকল সুন্নাত আমাদের জন্য উপকারের

দাড়ি না রাখার কারনেই আজ আমাদের আকালে চোখে কম দেখি 
এটা আমার কথাহ না।
হ্যাঁ সত্তি বিজ্ঞানিরা গবেসনা করেই এটা বাহির করেসে ঘন ঘন দাড়ি কামালে মুখের মদ্দে।
আনেক ইনফেক্সন হয় এবং সিরা গুলু বন্দহ হয়ে জাই জার কারনে চোখে কম দেখে।
ঠিক আমন রাসুল( সঃ) এর সকল সুন্নাত আমাদের জন্য উপকারের।