আবু আব্দুল্লাহ উসমান ইবনে আ'স হতে বর্ণিত যে রাসুল(সঃ) বলেসেন তুমি তোমার ব্যাধির স্তানে হাত রেখে তিনবার বিস্মিয়াল্লাহ ,এবং সাত বার আউজু বিইজ্জা তিল্লাহি অয়া ক্কুদ্রাতিহি মিন শাররি মা আজিদু অয়া উহাজিরু' বল। " অর্থাৎ আল্লাহ্র ইজ্জত এবং কুদ্রাতের আশ্রই গ্রহন করছি, সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভই করছি।[মুসলিমঃ ৫৭৩৭]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন